ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে ছুরিকাঘাতে কলেজছাত্র খুন, গ্রেফতার ৩

গাজীপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৫০:০৬ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে জিহাদ (২০) নামে এক কলেজ ছাত্র খুন হয়েছে।
 এ ঘটনায় ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর পুলিশের  টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
রোববার (১৯ অক্টোবর) গভীররাতে আউচপাড়া সফিউদ্দিন রোডে এ খুনের ঘটনা ঘটে।
নিহত কলেজ ছাত্র জিহাদ টঙ্গীর আউচপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্র। তার স্থায়ী বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামে।
গ্রেফতারকৃতরা হলো- আব্দুল্লাহ (২০), স্বাধীন (২০) আলামিন (২৪), অনিক (২০) তারা সকলেই টঙ্গীর এরশাদনগর এলাকার বাসিন্দা।
জানা যায় , রোববার রাত ১১টার দিকে বাসা থেকে ৩ হাজার টাকা নিয়ে বের হয় জিহাদ। এসময় টঙ্গীর আউচপাড়া শফিউদ্দিন সরকার একাডেমি রোডে চার ছিনতাইকারী ছিনতাইয়ের উদ্দেশ্যে কলেজছাত্র জিহাদের পথরোধ করে। জিহাদ বাধা দিলে ছিনতাইকারীরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে গুরতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। রাত দেড়টার দিকে টঙ্গীর এরশাদ নগর থেকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ হারুনর রশীদ বলেন, কলেজ ছাত্রের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ওই কলেজছাত্র খুনের ঘটনায় ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। আসামীদের আদালতে প্রেরণ করা হবে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজীপুরে ছুরিকাঘাতে কলেজছাত্র খুন, গ্রেফতার ৩

আপডেট সময় : ০১:৫০:০৬ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে জিহাদ (২০) নামে এক কলেজ ছাত্র খুন হয়েছে।
 এ ঘটনায় ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর পুলিশের  টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
রোববার (১৯ অক্টোবর) গভীররাতে আউচপাড়া সফিউদ্দিন রোডে এ খুনের ঘটনা ঘটে।
নিহত কলেজ ছাত্র জিহাদ টঙ্গীর আউচপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্র। তার স্থায়ী বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামে।
গ্রেফতারকৃতরা হলো- আব্দুল্লাহ (২০), স্বাধীন (২০) আলামিন (২৪), অনিক (২০) তারা সকলেই টঙ্গীর এরশাদনগর এলাকার বাসিন্দা।
জানা যায় , রোববার রাত ১১টার দিকে বাসা থেকে ৩ হাজার টাকা নিয়ে বের হয় জিহাদ। এসময় টঙ্গীর আউচপাড়া শফিউদ্দিন সরকার একাডেমি রোডে চার ছিনতাইকারী ছিনতাইয়ের উদ্দেশ্যে কলেজছাত্র জিহাদের পথরোধ করে। জিহাদ বাধা দিলে ছিনতাইকারীরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে গুরতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। রাত দেড়টার দিকে টঙ্গীর এরশাদ নগর থেকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ হারুনর রশীদ বলেন, কলেজ ছাত্রের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ওই কলেজছাত্র খুনের ঘটনায় ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। আসামীদের আদালতে প্রেরণ করা হবে।